| Hanif Khan
ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ: সভাপতি ড. মাহবুব, মহাসচিব ড. হানিফ খান
ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের ত্রিবার্ষিক সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান ও সহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান নির্বাচিত হয়েছেন। ঢাকার মোহাম্মদপুরে গাউছিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে ৩০শে আগস্ট অনুষ্ঠিত কাউসিন্সলে ৩ বছর মেয়াদের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল হামিদ, ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারূফ, অধ্যক্ষ মাওলানা মজির উদ্দিন, প্রফেসর ড. মো. শহিদুল হক, অধ্যক্ষ মাওলানা ইজাহারুল হক।
যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. মাওলানা বদিউল আলম সরকার, মুহাদ্দিস ড. মাওলানা মোরশেদ আলম সালেহী, মুফতি মাওলানা উসমান গনি সালেহী, মাওলানা নুরুল্লাহ। সাংগঠনিক সচিব মুহাম্মদ তৌহিদুল ইসলাম ভুঁইয়া, অর্থ সচিব নূর মোহাম্মদ, প্রচার সচিব কবি আবু জাফর সালেহী, দপ্তর সচিব অধ্যাপক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মওিলানা কবি মুহিব্বুল্লাহ জামী, কারিকুলাম সচিব শায়খ আবদুল লতিফ, প্রকাশনা সচিব মাওলানা আখতার ফারুক, জনসংযোগ সচিব মো. এনায়েত হোসেন, গবেষণা সচিব অধ্যক্ষ মাওলানা শবীফ মো. হানিফ, আইন বিষয়ক সচিব আ জ ম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব ড. নজরুল ইসলাম, শিক্ষক কল্যাণ সচিব মুহাম্মদ ছালাহ উদ্দিন, অনুষ্ঠান বিষয়ক সচিব ড. ইবরাহীম খলিল, সংস্কৃতি বিষয়ক সচিব আবুল কালাম নেছারী। কার্যনির্বাহী সদস্য নুরল ইসলাম আমজাদী, মো. মুস্তাফিজুর রহমান, হাবিবুল্লাহ, মুহাম্মদ মাসউদুর রহমান, মো. তানিম শরীফ।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. শাহ মো. আবদুর রাহীম, অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতভাবে সরকারের প্রতি ১০ দফা দাবী উত্থাপন করা হয়।
১। প্রত্যেক প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা।
২। শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা।
৩। মাদরাাসা শিক্ষা বোর্ড হতে মঞ্জুরি প্রাপ্ত স্বতন্ত্র ইবতিদায়ি মাদরাসা এমপিও ভুক্ত করা।
৪। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা।
৫। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে জাতীয়করণ করার আওতাভুক্ত করা।
৬। শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নিশ্চিত করা।
৭। অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করা নিশ্চিত করা।
৮। তিনটি সরকারি আলিয়া মাদরাসার উন্নয়নের জন্য দ্রæত পদক্ষেপ গ্রহণ করা।
৯। শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য নিরসনের ব্যবস্থা করা।
১০। মধ্যপ্রাচ্যের চাকরির সুবিধা লাভের জন্য শিক্ষার সর্বস্তরে আরবি ভাষা শিক্ষা কোর্স চালু করা।
সভায় সংগঠনের মরহুম দায়িত্বশীল সাইয়েদ হাবিবুল আলম ও অধ্যক্ষ মাওলানা ইমরান হোসেন এবং ছাত্র-জনতার অভুথ্থান ২৪-এর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Peoples News
© 2020 - samatalbd.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design samatalbd