ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে টিভি রিপোর্টিং ও ভিডিও ক্যামেরা অপারেটিং শেখাবে বিএমআই

প্রকাশিত: শনিবার, ডিসেম্বর ২৫, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ  

| Hanif Khan

একদিনে টেলিভিশন রিপোর্টিং ও ভিডিও ক্যামেরা অপারেটিং শেখাবে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট (বিএমআই)। কোর্সটি পরিচালিত হবে ঢাকার উত্তরায় ২৯ শে জানুয়ারি ২০২২ তারিখ সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত। কোর্সে ২০জন প্রশিক্ষণার্থী অংশ নিতে পারবেন। আগে আসলে আগে ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। কোর্সে নাম নিবন্ধনের জন্য আবেদনের সাথে একশত টাকা বিকাশে প্রদান করতে হবে।

ফেসবুক বা ইমেইলে আবেদন করা যাবে। আবেদন করতে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা,  বাংলা ও ইংরেজিতে লিখে পাঠাতে হবে। ফোন নাম্বার ও পাসপোর্ট সাইজ ছবি সাথে পাঠাতে হবে। কোর্স সম্পন্নকারীগণ প্রশিক্ষণ সনদ নিতে পারবেন।

কোর্সে টেলিভিশন রিপোর্টিং, প্যাকেজ রিপোর্টিং, ভিডিও ক্যামেরা পরিচালনাসহ প্রয়োজনীয় বিষয়সমূহ শেখানো হবে। নাম নিবন্ধনকারীকে ফেসবুক/ইমেইল/ফোনে পরবর্তী তথ্য জানানো হবে। কোর্স সম্পন্নকারী ক্যামকর্ডার, হ্যান্ডিক্যাম, ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করা ও টেলিভিশন রিপোর্ট তৈরি করতে সক্ষমতা অর্জন করতে পারবেন।

প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণের দিন সকাল নয়টায় উপস্থিত হতে হবে এবং প্রশিক্ষণ ফি প্রদান করে টাকার রশিদ সংগ্রহ করতে হবে। প্রশিক্ষণের দিন দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবারহ করা হবে। প্রশিক্ষণার্থীর ক্যামেরা থাকলে সাথে নিয়ে আসতে পারবেন।

প্রয়োজনীয় তথ্য জানতে ও যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায়:

হোসেন টাওয়ার, ১৩তম তলা, হাউজ বিল্ডিং, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০।

ওয়েবসাইট: www.bmiedubd.com

ফেসবুক: bmiedubd

ইমেইল: bmi13@gmail.com

ফোন: 01730890000 (Bkash/Nagad)

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ