ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভায় ইউনিভার্সিটি অব কুমিল্লা’র প্রতিনিধিদল

প্রকাশিত: সোমবার, মার্চ ২১, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ  

| Hanif Khan

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আয়োজনে গত ২০ শে মার্চ ২০২২ ঢাকার বনানীতে হোটেল শেরাটনের বলরুমে আলোচনা সভায় মাননীয় উপাচার্যের নেতৃত্বে দি ইউনিভার্সিটি অব কুমিল্ল ‘র প্রতিনিধিদল অংশগ্রহণ করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন, মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে এম সিরাজুল ইসলাম খান, বোর্ড অব ট্রাস্টিজ মো. এনামুল হক, বোর্ড অব ট্রাস্টিজ মাহমুদুর রহমান মনির ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর এম. এ হানিফ খান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান  প্রফেসর আলহাজ্ব শেখ ড. আবদুল্লাহ মোহাম্মদ বায়েজিদ-উল হাসান-এর প্রতিনিধি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজ মাহমুদুর রহমান মনির অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দান করেন, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় সমূহের মাননীয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। প্রধান আলোচক ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রকৃত কেন্দ্র উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান বিশ্ব একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনি তা চ্যালেঞ্জিংও বটে। তাই শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পাঠক্রম অনুসরণ করতে হবে।’

রাষ্ট্রপ্রধান বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্টসংখ্যক আসন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সম্ভব হলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ