| Hanif Khan
রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে সোহরাব হোসেন:
দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী এক ইউপি সদস্যসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদ্বয় সাদ-ইবনে ওসমান ও নোয়াজিস তাসিন খালাতো ভাই। তাদের বাড়ী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে। ১৫ই মে ২০২২ইং রোজ রবিবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে৷
তারা দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুের পারিবারিক সূত্রে জানা যায়।মৃত ছাত্র ও আপন খালাত ভাই দুজন হলো হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ অধ্যক্ষের বড় ছেলে নোয়াজিস তাসিন(১৫) সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী ছিল বলে জানা যায়।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে,তাসিনের মা সহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে এসে গাড়ির তেল শেষ হয়ে যায়।পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল আনতে যায়।ঐ পাম্পে তেল নিতে আসা মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছন দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সহ দুই খালাতো ভাই এক সাথেই সড়ক দুর্ঘটনায় মারা যায়।মৃতের লাশ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি আনা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।মৃত ছাত্র ও আপন খালাত ভাই দুইজনেই রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার চাচাত ভাগিনা হয়৷এ দিকে রানীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Peoples News
© 2020 - samatalbd.com প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত | Design samatalbd