ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন রাজশাহী কলেজের ২৮ শিক্ষক

প্রকাশিত: রবিবার, জানুয়ারি ২, ২০২২ ৮:০৪ পূর্বাহ্ণ  

| Hanif Khan

রাজশাহী কলেজ থেকে আব্দুল হাকিম:

সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী কলেজের ২৮ শিক্ষক। ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ অধিশাখার উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের শনিবার ১ লা জানুয়ারি ফুল দিয়ে বরণ করে নেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক। এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ পদোন্নতি পাওয়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষদের স্বাগত জানিয়ে রাজশাহী অধ্যক্ষ বলেন, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এই পদে পদায়নের মধ্যে দিয়ে নতুন উদ্যোমে কলেজ এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- অর্থনীতি বিভাগের আলহাজ উদ্দিন, আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগের আমিরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তোফায়েল আহমেদ, ইংরেজি বিভাগের রাশেদ বিন মন্সুর, আতিকুর রহমান, সমসন হাসদা, ইতিহাস বিভাগের আবুল বাশার, আল-আমিন হক, উদ্ভিদবিজ্ঞানের বিলকিস খানম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সৈয়দা সিফাত-ই-নূরী গণিত বিভাগের মোছাম্মদ মাফরুহা মুশতারী শফী, দর্শন বিভাগের জয়নাল আবেদীন, পদার্থবিজ্ঞান বিভাগের বারেক মৃধা, পরিসংখ্যান বিভাগের জুবাইদা সুলতানা, গৌতম সিংহ , ব্যাবস্থাপনা বিভাগের রবিউল ইসলাম, আসাদ উজ- জামান , ভূগোল বিভাগের আব্দুর রাজ্জাক, মনোবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আজমত আলী, প্রমোদ চন্দ্র সরকার, উম্মে ইসরাত জাহান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জাহাঙ্গীর আলম , জহুরা কানিজ, মোহাম্মদ রুবাইয়াৎ-ই আফরোজ, সমাজবিজ্ঞান বিভাগের নুসরাত জেরিন এ্যানী, সাদিকুল ইসলাম, সুলতানা জহুরা, হিসাববিজ্ঞান বিভাগের সাবমিলা খাতুন।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ