ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বই আলোচনা: শিশুর শিক্ষা জগৎ

প্রকাশিত: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ  

| Hanif Khan

 

শিশুর শিক্ষা জগৎ। বইটি লিখেছেন, মোহাম্মদ হারুন মিয়া। কালার অফসেটে ৭২ পৃষ্ঠার বইটি ছেপেছে প্রকৃতি প্রত্যয় প্রকাশন। প্রকাশকাল মার্চ ২০২১ খ্রিস্টাব্দ। দাম ধরা হয়েছে দুইশত টাকা।

বইটির নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন ড. হীরা সোবাহান। ঝকঝকে ছাপায় বইটিতে বিষয়সম্পর্কিত ছবি দেওয়া হয়েছে পাতায় পাতায়। শিশু শিক্ষার নানা দিক চমৎকারভাবে বইটিতে আলোচিত হয়েছে। রয়েছে শিশুর নিজের করণীয়, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের করণীয় নিয়ে সবিস্তার আলোচনা করা হয়েছে অত্যন্ত সাববলীলভাবে। শিক্ষার অনুকূল পরিবেশ কেমন হওয়া উচিত বইটিতে তাও তুলে ধরা হয়েছে। বইটিতে ২৪টি গ্রন্থ হতে তথ্য সন্নিবেশ করা হয়েছে।

মোহাম্মদ হারুন মিয়া। জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দডি বালুয়াকান্দি গ্রামে। স্ত্রী নাজমিন সুলতানা, কন্যা রোহানা নওরিন ও পুত্র নাইমুর রহমান নিলয় নিয়ে তার পরিবার জীবন। শিশুদের নিয়ে তিনি ভাবতে ও লিখতে পছন্দ করেন। লেখালেখির জন্য তিনি শ্রেষ্ঠ লেখক পদক ও শেরে বাংলা স্বর্ণপদক পেয়েছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সহকারি পরিচালক পদে কর্মরত রয়েছেন। আমরা বইটির বহুল প্রচার আশা করছি।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ