ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ  

| Hanif Khan

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি।
মোঃ এজাজুল হক সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুরেও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত । লাইভস্টক এন্ড ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্টের সহযোগিতায় হরিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক  আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব একে এম শরিফুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ  আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা , এস এম আলমগীর সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মোছা, মোতাহারা পারভীন সুমি মহিলা ভাইস-চেয়ারম্যান, হরিপুর উপজেলা পরিষদ,কৃষি অফিসার  জনাব মোঃরুবেল হোসেন,    ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে জনাব মোঃ আনোয়ার হোসেন(ওসি তদন্ত)। হরিপুর উপজেলায়  ছোট বড় খামারি ৩৯৫ টি তারমধ্যে  গরু-২৩৩, ছাগল-১৪৬ টি, ভেড়া-১৬ টি। হাঁস মুরগী খামারের সংখ্যা ১১৯টি তার মধ্যে বয়লার -৫১টি,সোনালী মুরগী-১০ টি,হাঁস- ৫৭ টি। খামারিদের পক্ষ হতে প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল,ঘোড়া মহিষ, গয়াল, গাড়ল, হাঁস, মুরগি, কবুতর, টার্কি, তিতির, বিভিন্ন জাতের সৌখিন পাখি , বিভিন্ন প্রাণী পুষ্টিপ্রযুক্তি দুগ্ধজাত পণ্য প্রদর্শিত করা হয়।  বিশেষ আকর্ষণ হিসেবে এনিমেল র‌্যাম্পিং প্রদর্শিত হয়েছে। প্রাণীজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মার্কেট লিংকেজ ও ভেলু চেইন সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি খামারীদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন হল প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য। এসময় আরো  উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ