ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলরব মুখর শেরপুরের গরফার বিল

প্রকাশিত: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১ ৯:৫০ পূর্বাহ্ণ  

| Hanif Khan

কৃষক খোরশেদ প্রামাণিক জানান, বিলের পাশে তাঁদের চাষের জমি। জমি পরিচর্যার জন্য তাঁদের নিয়মিত আসতে হয়। এ সময় বিলের পাখির ডাকাডাকিতে মন ভরে যায়। যাঁরা বিলের পাশ দিয়ে যাতায়াত করেন, তাঁরা একটু সময়ের জন্য হলেও পাখির ডাক শুনতে বিলের সামনে দাঁড়িয়ে যান। মাঝেমধ্যে পাখি শিকার করতে আসা অপরিচিত ব্যক্তিদের বিলের আশপাশে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তাঁদের দেখলে বাধা দেন।

দল বেঁধে বিলে উড়ে বেড়াচ্ছে পাতি সরালি পাখি। খামারকান্দি ইউনিয়নের গরফার বিল, শেরপুর, বগুড়া

দল বেঁধে বিলে উড়ে বেড়াচ্ছে পাতি সরালি পাখি। খামারকান্দি ইউনিয়নের গরফার বিল, শেরপুর, বগুড়া।

পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, ‘আমাদের দেশেরই পাখি এই পাতি সরালি। দুই বছর ধরে এই পাখি প্রজননের সময় এ বিলে এসে থাকে। জুন থেকে অক্টোবর পর্যন্ত পাখিগুলোর প্রজননের সময়। স্ত্রী পাখি একসঙ্গে ৭ থেকে ১২টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হতে ২২ থেকে ২৪ দিন সময় লাগে। এগুলোর প্রধান খাবার পানিতে থাকা জলজ উদ্ভিদ, নতুন কুঁড়ি, শস্যদানা, ছোট মাছ, ব্যাঙ, শামুক ও কেঁচো ইত্যাদি। এ পাখির মাথা, গলা ও বুক বাদামি, পা কালো আর ঠোঁট ধূসর-কালচে রঙের। পিঠে হালকা বাদামির ওপর নকশা আঁকা এবং লেজের তলা সাদা। বিলের পাখিগুলোকে শিকারিদের হাত থেকে রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের কাউকে দেখা যায় না। এ নিয়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগী হওয়া দরকার।’

সূত্র: প্রথম আলো প্রতিনিধি, শেরপুর, বগুড়া।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ