ঢাকা, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতা ও উপস্থাপনায় ফ্রি প্রশিক্ষণ দেবে বিএমআই

প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ২২, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ  

| Hanif Khan

বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিকতা বিষয়ে ফ্রি প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণে আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকার উত্তরায়। ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ  ফ্রি। তবে ঢাকার বাইরেও যে কোনো প্রেস ক্লাব বা সংস্থা প্রশিক্ষণ আয়োজন করতে চাইলেও প্রশিক্ষণ প্রদান করা হবে। এ ক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অংশগ্রহণকারীদের বহন করতে হবে। ঢাকায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে খ্রিস্টাব্দ মাসের শেষ শুক্রবার বা শনিবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত। অংশ নিতে চাইলে নিজ নাম, কোর্স নাম, দিনের নাম, ফোন নাম্বার লিখে ০১৭৩০৮৯০০০০ নাম্বারে এসএমএস করতে হবে। এসএমএসকারীকে বিএমআই হতে ফোনে ফিরতি এসএমএস করে যোগাযোগ করা হবে।

কোর্সের বিষয়:

১) বুনিয়াদী সাংবাদিকতা।

২) টেলিভিশন সাংবাদিকতা।

৩) অনলাইন সাংবাদিকতা।

৪) ফিচার লিখন।

৫) সাক্ষাৎকার।

৬) সংবাদ উপস্থাপনা।

৭) অনুষ্ঠান উপস্থাপনা।

৮) বাংলা প্রমিত (শুদ্ধ) উচ্চারণ।

উল্লিখিত বিষয় সমূহে আলাদা আলাদা প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ