ঢাকা, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছর পরে মির্জাগঞ্জে জামায়াতের সমাবেশে গণমানুষের ঢল

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ  

| Hanif Khan

ডেস্ক রিপোর্ট:
২০০৬ সালের ২৮ শে অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠার তান্ডবে নৃশংসতম পৈচাশিক হত্যাকান্ডের প্রতিবাদে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী। দিনের প্রধানতম কর্মসূচি ছিল উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সকালে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শাহজাহানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়েত ইসলামী বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এমকেএম ফখরুদ্দিন খান রাজী, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম আল কায়সারী।

কর্মসূচিতে ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর সহস্রাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রায় সতের বছর পরে উপজেলায় এটি জামায়াতের প্রকাশ্য সমাবেশ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মির্জাগঞ্জ উপজেলা সভাপতি মো: মাহামুদ হাসান ও উপজেলা সেক্রেটারি মো: হোসাইন শরীফ-এর নেতৃত্বে কর্মসূচিতে শিবির কর্মী-সমর্থকগণ অংশ নেন।

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিষ্ট শেখ হাসিনার দুঃশাসস ও নির্যাতনের ফলে জামায়াত প্রকাশ্যভাবে সাংগঠনিক কোনো কর্মকান্ড চালাতে পারেনি। এমনকি উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল মান্নান মোজাহিদীকেও সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। আওয়ামী নির্যাতনে উপজেলার শত শত সংগঠনের নেতাকর্মী  জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এ সময়ে অনেকেই ঘর-বাড়ী, ব্যবসা-বাণিজ্য ও চাকরী হারা হয়েছেন।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস ও মতামত কলামে লিখতে পারেন আপনিও – example@gmail.com ইমেইল করুন  

সর্বশেষ

জনপ্রিয় সংবাদ